লিচু আমার প্রিয় ফল? না, একেবারেই না। অনেকেই এই কথায় অবাক হন। লিচু যখন গ্রীষ্মের সবচেয়ে কাঙ্ক্ষিত ফল, তখন আমি কেন যেন কখনো ওর মোহে বাঁধা পড়িনি। অথচ জীবনের এক মোড়েই এই লিচু যেন আমার পরিচয়ের এক অনন্য অধ্যায় হয়ে উঠল।
'লিচুর বাগানে'—শুধু একটা গানের নাম নয়, এটা আমার জীবনের প্রথম বাণিজ্যিক চলচ্চিত্রের স্মারক। এই গানের মধ্য দিয়েই আমি প্রথমবারের মতো বড় পর্দায় নাচের মাধ্যমে নিজেকে প্রকাশ করলাম, আর সঙ্গী ছিলেন দেশের অন্যতম আইকনিক তারকা—শাকিব খান। তাঁর সঙ্গে কাজ করা যেমন দারুণ উত্তেজনাপূর্ণ ছিল, তেমনি ভীতিকরও। কিন্তু প্রথম দৃশ্যের পরেই সব ভয় কোথায় যেন মিলিয়ে গেল।
আমাদের এই গানে কণ্ঠ দিয়েছেন মঙ্গল মিয়া, আলেয়া বেগম, প্রীতম হাসান ও জেফার রহমান। তাদের গলার সুরে গানটা হয়ে উঠেছে যেন এক মনকাড়া অভিজ্ঞতা। গানের চিত্রায়নে রং, ছন্দ আর অনুভূতির এমন এক মেলবন্ধন তৈরি হলো, যা দর্শকের মনে একঝলক গ্রীষ্মের রসালো বাতাস বইয়ে দিয়েছে।
দিনাজপুরের বিখ্যাত লিচুর মতো এই অভিজ্ঞতা—বাইরে লাল টুকটুকে, ভেতরে রসে টইটম্বুর! পরিচালক রায়হান রাফী ও পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা না জানিয়ে পারছি না। তারা না থাকলে এমনভাবে নিজেকে আবিষ্কার করা হতো না।
এই গানের মাধ্যমে আমি দেখেছি, দর্শক কীভাবে সাড়া দেন। কেউ ইউটিউবে দেখে মন্তব্য করছেন, কেউ টিকটকে কভার ডান্স বানাচ্ছেন, আবার কেউ গুনগুন করে গাইছেন। এই ভালোবাসা আমাকে সাহস দিয়েছে নতুন এক সাবিলা হয়ে উঠতে।
.jpg)
ছোটবেলায় আমি সত্যিই একবার লিচুর বাগানে গিয়েছিলাম। আব্বুর চাকরির বদলির সুবাদে একবার খুলনায় যাওয়ার সুযোগ হয়েছিল। সেই বাসার পেছনে ছিল এক দারুণ লিচুবাগান। গাছের নিচে দাঁড়িয়ে আমি কল্পনায় নিজেকে কাজী নজরুলের 'লিচু চোর' ভেবেছিলাম। আজ, এত বছর পর, আমি সেই চোর না হলেও ‘লিচুর বাগানে’ গানের এক নৃত্যনায়িকা। জীবন কত চমকপ্রদ!
এত কথার পরও দুটো তথ্য বলতেই হয়:
এক. লিচু কিন্তু চীনের ফল। ইংরেজ আমলের গভর্নর ওয়ারেন হেস্টিংস বাংলার মাটি থেকে লিচুর চারা নিয়ে গিয়েছিলেন বিলেতে। ইংরেজরা সব ছেড়েছিল, কিন্তু বাংলার লিচুর মোহ ছাড়তে পারেনি।
দুই. ‘লিচুর বাগানে’ গানের জন্য আমরা তিন দিন নাচ অনুশীলন করেছি। প্রথম দিনেই স্টেপ শিখে ফেলেছিলাম, পরের দুদিন কেবল নিখুঁত করার চেষ্টা। আর শুটিং হয়েছে তিন দিন ধরে, যার একটি পুরো ২৪ ঘণ্টারও বেশি লেগেছে।
সবশেষে শুধু একটাই প্রশ্ন: সবুরে কি সত্যিই লিচু ফলে?
আমার মনে হয়, এই গান, এই অভিজ্ঞতা আর দর্শকের ভালোবাসা—সব মিলিয়ে আমার উত্তর ইতিবাচক। সবুর করেছি, পরিশ্রম করেছি, আর আজ লিচুর মতো মিষ্টি এক ফল হাতে পেয়েছি।
.jpg)
Post a Comment